ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে বালি উত্তোলনের অভিযোগে অবৈধ ড্রেজার ধ্বংস

চাঁদপুরের ফরিদগঞ্জে অবৈধভাবে ড্রেজিং করে বালি উত্তোলনের অভিযোগে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করে দিয়েছে।

১২ এপ্রিল সোমবার বিকেলে উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের ভূমি অফিসাধীন পশ্চিম লাড়ুয়া গ্রামে উপজেলা নিবার্হী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার পুলিশ নিয়ে অবৈধ ড্রেজিং মেশিনটি ধ্বংস করে ডুবিয়ে দেন ও পাইপ ধ্বংস করেন।

আরও পড়ুন… চাঁদপুর টাইমসে সংবাদ প্রকাশের পর ফরিদগঞ্জে অবৈধ ড্রেজার ধ্বংস

এ বিষয়ে উপজেলা নিবার্হী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভুমি) শারমিন আক্তা বলেন, অবৈধ ড্রেজিং মেশিন দিয়ে বালু উত্তোলনের বিষয়টি শুনে ঘটনাস্থলে গিয়ে কাউকে না পেয়ে জরিমানা আদায় করা সম্ভব হয়নি তবে ড্রেজিং মেশিনটি ধ্বংস ও পাইপ গুলো ধ্বংস করে দিয়েছে।

প্রতিবেদক:শিমুল হাছান,১২ এপ্রির ২০২১

Share