চাঁদপুর ফরিদগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যাপক উৎসাহ আর আনন্দঘন পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে। দীর্ঘ ১৬ বছর পর চাঁদপুরের ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ হয়েছে।
বৃহস্পতিবার(২৫ জুলাই) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ৮ ঘণ্টা ভোটগ্রহণ চলে। বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটাদের ব্যাপক উপস্থিতি। এলাকায় দীর্ঘদিন পর এই নির্বাচনে ভোট দিতে পেরে আনন্দিত ভোটাররা।
ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন, ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৪১ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে আরো ৯ হন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে চেয়ারম্যান পদে সতন্ত্র আনারস প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন আলমগীর হোসেন রিপন।
ভোট চলাকালে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী র্যাব, বিজিবি, পুলিশ ও আনসারসহ বিপুল পরিমাণ সদস্য মোতয়েন করা হয়েছে।
এদিকে ইউপি সদস্যকে জাল ভোট দিতে আসা হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আইনুল ইসলাম রিয়াদ ওই ইউনিয়নের হর্ণিদূর্গাপুর গ্রামের দিলদার হোসেন মিস্টারের ছেলে। সে ২০১৩ সালে এলাকার জামাল হোসেন হত্যা মামলার আসামি। তার বাবা এই নির্বাচনে ৯ নাম্বার ওয়ার্ডে সাধারণ সদস্য প্রার্থী।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জমান জানান, গ্রেপ্তার রিয়াদকে ফরিদগঞ্জ থানা পুলিশ তাদের হেফাজতে নিয়ে আনা হয়েছে।
প্রতিবেদক:শরীফুল ইসলাম
২৫ জুলাই ২০১৯