ফরিদগঞ্জে বাতিঘর মানবকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকীতে সেলাই মেশিন ও বৃক্ষ বিতরণ
চাঁদপুরের ফরিদগঞ্জে সামাজিক সংগঠন “বাতিঘর মানবকল্যাণ সংস্থা”-র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার মনতলা বাজারে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের প্রধান উপদেষ্টা সাংবাদিক সাইফুল ইসলাম সিফাতের সভাপতিত্বে এবং সংগঠনের সাবেক সহ-সভাপতি এস এম মিরাজ মুন্সীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ আলম, মনতলা হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশীদ ও সংগঠনের উপদেষ্টা সাংবাদিক খালেকুজ্জামান শামীম।
অনুষ্ঠানে সামাজিক কাজে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সম্মাননা দেওয়া হয়। সর্বোচ্চ অর্থ সহায়তার জন্য সদস্য মো. শরীফ হোসেন পাটোয়ারী, সর্বোচ্চ অর্থ সংগ্রহের জন্য সাবেক অর্থ সম্পাদক মো. নাছির উদ্দীন ও সাবেক সহ-দপ্তর সম্পাদক ইয়াসিন বরকন্দাজকে সম্মাননা দেওয়া হয়। এছাড়া সামাজিক কাজে নিয়মিত উপস্থিতির জন্য ফারজানা ইসলাম ইয়াসমিন ও রাজু মির্জাকেও বিশেষ সম্মাননা দেওয়া হয়।
পরে সংস্থার স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পের আওতায় তিনজনকে সেলাই মেশিন এবং শিক্ষার্থীদের মাঝে ছয় শতাধিক বৃক্ষ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের চাঁদপুর প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু, অ্যাডভোকেট জাকির হোসেন বাবলু, ব্যবসায়ী ও সমাজসেবক রোটারিয়ান জয়দেব পাল, সাংবাদিক শিমুল হাছান, এস এম ইকবাল হোসেনসহ সংগঠনের প্রতিষ্ঠাতা মো. হোসাইন পাটোয়ারী, সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক মো. হোসেন বেপারী, সাবেক যুগ্ম সম্পাদক মহিউদ্দিন, সাবেক প্রচার সম্পাদক মো. রনি, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক নাজির উদ্দীন পাটোয়ারী প্রমুখ।
প্রতিবেদক: শিমুল হাছান, ২৬ আগস্ট ২০২৫