ফরিদগঞ্জে বাজার দরদাম নিয়ন্ত্রণে অভিযান 

চাঁদপুরের ফরিদগঞ্জ বাজারে দরদাম নিয়ন্ত্রণে অভিযান পরিচালনায় ভ্রাম্যমাণ আদালতে ৪ ব্যবসায়ীকে ২৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়ার নেতৃত্বে বাজার মনিটরিং কার্য বিশেষ টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনা উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক এ আর এম জাহিদ হাসান, উপজেলা কৃষি অফিসার কল্লোল কিশোর, প্রাণী সম্পদ অফিসর সুমন ভৌমিক, মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন, এএসআই কাউচার, বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সজিব প্রমূখ।

এসময় ফরিদগঞ্জ বাজারের পাইকারি ব্যবসায়ী মেসার্স বিসমিল্লাহির ট্রেডার্সকে অধিক মূল্য রাখায় ১০ হাজার টাকা,  ডিমের দাম বেশি বিক্রয় করায় শরীফকে ২ হাজার টাকা ও সম্রাটকে ২ হাজার টাকা এবং ডিমের আড়ৎদার আব্দুল আজিজকে ১০ হাজার টাকাসহ মোট চার ব্যবসায়ীকে ২৪ হাজার টাকা জরিমানা আদায় করেন। 

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া জানান, বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

প্রতিবেদক: শিমুল হাছান, ২৪ অক্টোবর ২০২৪

Share