চাঁদপুরের ফরিদগঞ্জে বসত ঘরের দরজা ভেঙ্গে দূধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চুরির ঘটনায় মোটর সাইকেল, নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় অজ্ঞাতনামা চোরেরা। এ ঘটনায় ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করছেন সাহাদাত হোসেন রুবেল।
সুত্রে জানা যায়, ৬ অক্টোবর রাতে উপজেলার রুপসা উত্তর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড রুপসা গাজী বাড়ির মিজানুর রহমান গাজীর বসত ঘরের দরজা ভেঙ্গে চোরের দল প্রবেশ করে তার ছেলে সাহাদাত হোসেন রুবেলের ব্যবহৃত ডিসকভার মোটর সাইকেল, দুটি মোবাইল ফোন ও আলমারীতে রাখা নগদ ১ লক্ষ ২০ হাজার টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় অজ্ঞাতনামা চোরেরা।
সাহাদাত হোসেন রুবেল আবুল খায়ের গ্রুপের মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করেন। তিনি প্রতিদিনের ন্যায় মার্কেট থেকে টাকা এনে ঘরের আলমারির ড্রয়ারে রাখে।
এ ঘটনায় ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, এ ঘটনায় আমরা লিখিত অভিযোগ পেয়েছি এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রতিবেদক: শিমুল হাছান, ৭ অক্টোবর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur