ফরিদগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্যচাষিদের খাদ্য সহায়তা

২০২৪ সালের আগস্ট মাসে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ফরিদগঞ্জ উপজেলার মৎস্যচাষিদের পাশে দাঁড়িয়েছে মৎস্য অধিদপ্তর। মঙ্গলবার (১৭ জুন) উপজেলা মৎস্য কার্যালয়ের আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক মৎস্যচাষীর মাঝে মৎস্য খাদ্য বিতরণ করা হয়।

উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন। প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া।

প্রধান অতিথির বক্তব্যে সুলতানা রাজিয়া বলেন, গেলো আগস্টের ভয়াবহ বন্যায় অনেক খামারির মাছের ঘের ও পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে অনেক চাষিই উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়েন। সেই ক্ষতি কাটিয়ে উঠতে ও তাদের ঘুরে দাঁড়াতে মৎস্য অধিদপ্তর এই খাদ্য সহায়তা দিচ্ছে। এরই মধ্যে অনেক চাষিতে ঘাটতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছেন।

সুলতানা রাজিয়া আরও বলেন, “আপনাদের ক্ষতির তুলনায় এই অনুদান সামান্য হলেও সরকারের পক্ষ থেকে একটা আশ্বাস যে আমরা আপনাদের সাথে আছি।” মৎস্যচাষীরা শুধু তাদের নিজেদের অর্থনৈতিক কল্যাণে অবদান রাখেন না, বরং দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলেও উল্লেখ করেছিলেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুমন ভৌমিক, উপজেলা কৃষিতে কর্মকর্তা কল্লোল কিশোর সরকার, ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) রাজীব চক্রবর্তী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান ও মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগম।

প্রতিবেদক: শিমল হাছান, ১৭ জুন ২০২৫