ফরিদগঞ্জে বজ্রপাতে ২ গৃহবধূ আহত

চাঁদপুরের ফরিদগঞ্জে বজ্রপাতে ২ গৃহবধূ আহত হয়েছে। ২৭ মে শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদগঞ্জ বাজারসংলগ্ন পূর্ব দাসপাড়া বাড়ির লিটন দাসের বসত ঘরের পূর্ব পাশে হঠাৎ বজ্রপাতে হয়।

এসময় লিটন দাসের স্ত্রী নুপুর দাস (৩২) ও সুমন দাসের স্ত্রী ভাগ্য রানী দাস (৩০) আহত হয়।

পূর্ব দাস বাড়ির উত্তম কুমার দাস ও কালু দাস চাঁদপুর টাইমসকে জানান, ‘বজ্রপাতে আহত নুপুর দাসকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দিয়েছেন।’

সরজমিনে গিয়ে দেখা যায়, বজ্রপাতে লিটন দাসের ঘরের পাশে থাকা একটি নারিকেল গাছ ভেঙে যায় এবং লিটন দাসের পাকা ঘরের বিভিন্ন বৈদ্যুতিক তারের লাইন পুড়ে ও দেওয়ালের বিভিন্ন স্থানের পলেস্তার খশে পড়ে।

প্রতিবেদক: শিমুল হাছান, ২৭ মে২০২২

Share