Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
ফরিদগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

ফরিদগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

চাঁদপুরের ফরিদগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা ফজিলতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।

শনিবার (২৯) জুলাই বিকালে ফরিদগঞ্জ এ আর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা শেষে পুরষ্কার বিতরণ করা হয়।
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুনামেন্টের খেলায় ফরিদগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৬-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গমাতা ফজিলতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে পশ্চিম অলোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে মদনের গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া গৌরব অর্জন করে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আ’লীগের জাতীয় পরিষদের সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূইয়া এমপি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুনামেন্ট এবং বঙ্গমাতা ফজিলতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে দেশে ভালো মানের ফুটবলার বেরিয়ে আসবে। খেলাধুলা সকলের মাঝে সোর্হাদ্যপূর্ণ সর্ম্পক তৈরি করতে সহযোগিতা করে। তাই খেলাধুলার আয়োজনে সকলে এগিয়ে আসতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বেলায়েত হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, ফরিদগঞ্জ থানা অফিসার ইনর্চাজ মো. শাহ আলম, উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি রফিকুল আমিন কাজল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান রানা, ভাইস চেয়ারম্যান রীনা নাছরিন, জেলা পরিষদের সদস্য মো. মশিউর রহমান মিটু।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি মো. মহিউদ্দিন, ১১নং ইউনিয়নের চেয়ারম্যান বাছির আহম্মেদ, উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক সুলতান আহম্মেদ রিপন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাজী শফিকুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ইকবাল হোসেন মিঠুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষার্থীরা।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত দলের খেলোয়ার ও কর্মকতাদের হাতে পুরস্কার তুলে দেন।

আতাউর রহমান সোহাগ
: আপডেট, বাংলাদেশ ১১: ০০ পিএম, ২৯ জুলাই ২০১৭, শনিবার
ডিএইচ

Leave a Reply