চাঁদপুরের ফরিদগঞ্জে দিনব্যাপী অসহায় দরিদ্র রোগীদের ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দিনভর এ সেবা প্রদান করে স্বেচ্ছাসেবী সংঘঠন আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন। এ কর্মসূচিতে বিভিন্ন বয়সের ৩ শতাধিক নারী পুরুষ এ চিকিৎসা সেবন গ্রহণ করেন।
দিনব্যাপী এ চিকিৎসা সেবা ক্যাম্পে রোগী দেখেন, ঢাকা পিজি হাসপাতালের চিকিৎসক ফয়সাল রানা ও কুমিল্লা শাহজালাল মেডিকেল সেন্টার’র চিকিৎসক জান্নাতুল ফেরদৌস।
এ কর্মসূচি উপলক্ষে দিনের শুরুতে আলোচনা সভায় আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক পারভেজ মোশরাফ’র সভাপতিত্বে চিকিৎসা সেবা ক্যাম্পিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্র্যাক ব্যাংক’র এজেন্ট খাজুরিয়া বাজার শাখার ম্যানেজার মো. খোকন গাজী, গুপ্টি পশ্চিম ইউনিয়ন পরিবার ও পরিকল্পনা পরিদর্শক মেহেদী হাছান গাজী, এছাড়াও স্থানীয় ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরারা উপস্থিত ছিলেন।
আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক পারভেজ মোশরাফ জানান, ফ্রি চিকিৎসার অংশ হিসেবে ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিক পরীক্ষাসহ সাধারণ রোগের চিকিৎসা প্রদান করা হয়। সকাল থেকে বিভিন্ন বয়সের নারী-পুরুষ এ সেবা গ্রহণ করেন। এ সময় তাদের মধ্যে বিনামূল্যে বিভিন্ন ঔষধ সরবরাহ করা হয়। তিনি আরো জানান, দেশে যখন করোনা ভাইরাসের প্রদুর্ভাব দেখা দিয়েছে, তখন তিনি স্থানীয় শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীদের নিয়ে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন নামক এই সংগঠনটি প্রতিষ্ঠা করে মানুষের দুর্ভোগ-দুর্যোগে পাশে থাকার মধ্যদিয়ে বিভিন্ন মানবিক কর্মসূচি পালন করে আসছেন।
প্রতিবেদক: শিমুল হাছান, ১২ জানুয়ারি ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur