স্বাধীনতার ৪৭ বছর পেরিয়ে গেলেও ফরিদগঞ্জে আজও নির্মিত হয়নি ফায়ার সার্ভিস স্টেশন। ফলে কিছুদিন পরপর এ উপজেলায় ঘটে যওয়া অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমান বেড়েই চলছে। এ নিয়ে বহুবার বিভিন্ন কর্মসূচিও পালন করে আসছে উপজেলাবাসী।
সর্বশেষ ২০ এপ্রিল ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের দাবিতে পূনরায় সোচ্ছার হয়ে ওঠেছে ব্যবসায়ী ও সাধারণ জনগন।
এ দাবি আদায়ের লক্ষ্যে সোমবার ২৩ এপ্রিল সকাল ১০ টায় ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সামনে বাজার ব্যবসায়ী কমিটির উদ্যোগে মানববন্ধনের অয়োজন করা হয়েছ। মানববন্ধনে বাজার ব্যবসায়ী ও সকল শ্রেণী পেশার জনগনকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়ে রোববার (২২ এপ্রিল) সন্ধ্যায় মাইকিং করা হয়েছে।
ফরিদগঞ্জে বিগত কয়েক বছরে সংগঠিত অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সর্বশেষ গত ২০ এপ্রিল ২০১৮ ফরিদগঞ্জে বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১২ টি দোকান পুড়ে ৪০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়। আর ফরিদগঞ্জে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবীতে সচেতন জনগন অনেক দিন ধরে দাবি জানিয়ে আসছে।
২০ এপ্রিল এ বিষয়ে চাঁদপুর টাইমস একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে।
পড়তে ক্লিক করুন
স্টাফ করেসপন্ডেন্ট