বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরের অনলাইন নিউজ পোর্টাল প্রিয় চাঁদপুরের ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
২১ মার্চ রোববার বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে উক্ত কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো.কামরুজ্জামানের সভাপতিত্বে ও প্রিয় চাঁদপুরের ষ্টাফ রিপোর্টার, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম ইকবাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, প্রিয় চাঁদপুরের সম্পাদক ও প্রকাশক সাইফুল ইসলাম সিফাত, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান, নূরুন্নবী নোমান, সাবেক সাধারন প্রবীর চক্রবর্তী, সিনিয়র সহ-সভাপতি এমকে মানিক পাঠান, মো. মহিউদ্দিন, জাকির হোসেন সাঈদ, অর্থ সম্পাদক জাকির হোসেন সৈকত, প্রচার সম্পাদক আনিছুর রহমান সুজন, আইসিটি সম্পাদক গাজী মমিন, সাহিত্য সম্পাদক আবদুস সালাম, সদস্য নারায়ন রবিদাস, শিমুল হাছান, প্রিয় চাঁদপুরের ষ্টাফ রিপোর্টার সাঈদ হোসেন অপু চৌধুরী, সাংবাদিক জহিরুল ইসলাম জয়, মো. রাকিব মিয়াজী প্রমূখ।
এ সময় বক্তারা বলেন,গনমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকরা হলো সমাজের দর্পন, প্রিয় চাঁদপুর পত্রিকাটি সকল শ্রেনী-পেশার মানুষের কথা লিখে পাঠকের অন্তরে জায়গা করে নিয়েছে। এ সময় অতিথিবৃন্দ প্রিয় চাঁদপুরের সফলতা কামনা করেন।
প্রতিবেদক:শিমুল হাছান,২১ মার্চ ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur