ফরিদগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে সোমবার (২২ জানুয়ারি) সকালে প্রাণিসম্পদ কার্যালয়ের আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি বের করা হয়। প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে থেকে র্যালি শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম মাহাফুজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.জ্যোতিময় ভৌমিকের পরিচালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র মাহফুজুল হক।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব ফরিদগঞ্জের সাধারণ সম্পাদক আতাউর রহমান সোহাগ, উপজেলা আ’লীগের তথ্য ও গবেষণা বিষয়ক
সম্পাদক আবুল হাসনাত, হেলাল উদ্দিন ও এম এ গনি ভূঁইয়া প্রমুখ।
ফরিদগঞ্জ প্রতিনিধি
আপডেট, বাংলাদেশ সময় ৬:১০ পিএম,২২ জানুয়ারি ২০১৮,শুক্রবার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur