করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রভাবে সরকারের নির্দেশনা জারির পর জনশূন্য হয়ে পড়েছে সড়ক ও জনপথ। এতে দূর্ভোগে পড়েছে নিন্মআয়ের আয়ের খেটে খাওয়া মানুষ গুলো। তাদের কথা মাথায় রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে সততা স্টোর চালু করা হয়েছে।
২৮ মার্চ (শনিবার) সকালে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এ সততা স্টোর চালু করেন উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিল্টর দৌস্তিদার, প্রতিবন্ধি কর্মকর্তা লোকমান হেকিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার আবদুল্লাহ আল মামুন, বিআরডিবি’র মোহাম্মদ কাউছার মিয়া, বাজার ব্যবসায়ী কমিটির আহবায়ক অহিদুর রহমান, মিজানুর রহমান প্রমূখ।
শিমুল হাছান , ২৮ মার্চ ২০২০