ফরিদগঞ্জে ইব্রাহিম পাটওয়ারী (৩২) নামের প্রবাস ফেরত এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার ভোর রাতে উপজেলার ৭নং পাইকপাড়া ইউনিয়নের উপাদিক গ্রামের পাটওয়ারী বাড়িতে এঘটনা ঘটে। ইব্রাহিম পাটওয়ারী ওই গ্রামের মো. মোবারক পাটওয়ারীর ছেলে।
ইব্রাহিমের পরিবা সূত্রে জানা যায়, সে ঘরের পাশে কাঠাল গাছের সাথে ঝুলে ফাঁসি দিয়েছে ।
গত ১৩ বছর যাবত সে দুবাইতে ছিলো, ৪ মাস পূর্বে অসুস্থতা জনিত কারনে দেশে আসে কিন্তু কি কারনে আত্মহত্যা করেছে তা আমাদের জানা নেই।
এই বিষয়ে এলাকাবাসী জানান, ইব্রাহিমের মৃত্যুটি রহস্য জনক।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানিয়েছেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদতন্দের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তার মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য তদন্ত চলছে।
প্রতিবেদকঃশিমুল হাছান,১৭ ফেব্রুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur