ফরিদগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসী পরিবারের ওপর হামলার অভিযোগ

চাঁদপুরের ফরিদগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অসহায় এক প্রবাসী পরিবারের উপর হামলা ও নগদ অর্থ স্বর্ণালংকার লুটের অভিযোগ পাওয়া যায়। প্রতিপক্ষের অতর্কিত হামলায় আহত গৃহবধূ হাজেরার বাম চোখে ব্যাপক আঘাত প্রাপ্ত হয়ছে। উন্নত চিকিৎসা না হলে অন্ধ হয়ে যেতে পারে বাম চোখ। আইনের মাধ্যমে সুবিধার কামনা ভুক্তভোগী প্রবাসী হান্নানের পরিবারের সদস্যরা।

গত ২ অক্টোবর বৃহস্পতিবার ফরিদগঞ্জ উপজেলা ৩নং সুবিদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড ছালিয়া পাড়া ভূইয়া বাড়ীর প্রবাসী হান্নানের পরিবারের উপর একই বাড়ির মৃত নুরু ভূইয়ার ছেলে আমির হোসেন রাজু গংদের হামলার স্বীকার হোন প্রবাসী পরিবার।

ঘটনার বিবরণে জানাযায়, দীর্ঘদিনের পারিবারিক শত্রুতার জেরে এবং পূর্ব শত্রুতা রেস ধরে প্রবাসী হান্নানের ঘরের সামনে প্রতিপক্ষরা ময়লার স্তুপ রেখে অনাচার করে আসছে। প্রবাসী হান্নান গংরা এতে বাধা দিতে গিয়ে এই হামলার শিকার হয় বলেন তারা জানান।

রাজু গংদের হামলায় আহত হন, প্রবাসী হান্নানের স্ত্রী হাজরা বেগম, ছেলে ইয়াছিন, ইব্রাহিমের স্ত্রী মরিয়ম ও তাদের মেয়ে ইসরাত জাহান ইমা, মেয়ের জামাই মোবারক হোসেন, কাদেরের স্ত্রী শাহিনা বেগম, হান্নানের মেয়ে ফারিহা আক্তার। আহতরা প্রাথমিক চিকিৎসা নিলেও হাজরা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা যেতে নির্দেশনা দিয়েছেন চাঁদপুর সদর হাসপাতালে চক্ষু চিকিৎসক।

হামলা করার অভিযোগ উঠেছে যাদের বিরুদ্ধে তারা হলেন, আমির হোসেন রাজু, আমজাদ হোসেন, ফারুক, রুবেল, রাকিব, সাহেলা, রুপা, রুমা, নাসরিন ও নিপা আক্তার । এই ঘটনা কে কেন্দ্র করে উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ হয়েছে ফরিদগঞ্জ থানায়।

জানতে চাইলে বিবাদী আমির হোসেন রাজু বলেন। এ জাতীয় ঘটনার জন্য তাদের পরিবারের পক্ষ থেকে অনুতপ্ত স্বীকার করেন।

এবং তাদের হামলায় আহত রোকেয়া বেগমের চিকিৎসা দায়ভার নিতে চেষ্টা অব্যাহত রেখেছেন। কিন্তু বাদী পক্ষ তা মানতে নারাজ। তারা সামাজিকভাবে বসতে রাজি না হয়ে আমাদেরকে হয়রানি করার জন্য আইনের আশ্রয় নিয়েছে।

এদিকে প্রবাসী পরিবারের অভিযোগ প্রতিপক্ষরা স্থানীয় ভাবে প্রভাব বিস্তার করে এতো বড় আঘাতকে সহজে দামাচাপা দেয়ার চেষ্টা করে আসছে। তাই তারা সমাজ ও প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার কামনা করে দায়ীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার আহবান জানান।

নিজস্ব প্রতিবেদক/ ৬ অক্টোবর ২০২৫