ফরিদগঞ্জে প্রবাসীর বাড়িতে রহস্যজনক চুরি

চাঁদপুরের ফরিদগঞ্জে এক প্রবাসীর বাড়িতে রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ মে) রাতে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম গাব্দেরগাঁও গ্রামে সৌদি প্রবাসী মাহবুল আলমের বসত বাড়িতে এই চুরির ঘটনা ঘটেছে। এই চোরের দল নগদ টাকাসহ ৭ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে বলে দাবি করছেন প্রবাসীর স্ত্রী নুরহাজাহান বেগম। চুরির সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ।

ভুক্তভোগী মাহবুব আলমের স্ত্রী নুরজাহান বেগম বলেন, প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়ি। রাত সাড়ে ৩ টার সময় আমি প্রকৃতির ডাকে সাড়া দেয়ার জন্য ঘুম থেকে উঠে দেখি বাসার দরজা খোলা। পরে অন্যান্য রুমে গিয়ে দেখি চোরের দল আমার স্টিলের আলমারি খুলে ৭ ভরি স্বর্ণের গহনা ও আমার ছেলের মানিবেগ থেকে নগদ ৭শত টাকা নিয়ে যায়।

বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে চুরির ঘটনাটি রহস্যজনক।

প্রতিবেদক: শিমুল হাছান, ১৮ মে ২০২৪

Share