চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের কামতায় ডাকাতির ঘটনা ঘটেছে বলে প্রবাসী পরিবারটি দাবি করলেও পুলিশ বলছে ডাকাতির ঘটনাটি রহস্যেজনক। মঙ্গলবার রাতে সুবিদপুরের প্রবাসী জিয়াউলের বসত ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে।
ডাকাতের হাতে থাকা ধারালো আঘাতে বৃদ্ধ আনোয়ারা বেগম, ও তার ছেলে সুমন (৩৫) কে আহত করা হয়েছে। খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে গতকাল বুধবার রাতে এ রিপোর্ট লিখা পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেয়নি।
ডাকাতির শিকার পরিবারের সদস্যরা জানায়,গত মঙ্গলবার রাতে ঘরের দরজা ভেংগে ৫/৬ জনের মুখোশপড়া ডাকাত ঘরে প্রবেশ করে। এক পর্যায়ে ডাকাতরা ওই পরিবারের সদস্যদের হাত পা বেঁধে ঘরে থাকা ষ্টিলের আলমিরা ভেংগে ফেলে। পরে আলমারিতে থাকা ৯ ভরী স্বর্ন ও প্রবাসীর একটি নুতন বিল্ডিং এর চলমান কাজে নিয়োজিত শ্রমিকের জন্য ঘরে থাকা নগদ ১ লক্ষ টাকা নিয়ে যায় বলে পরিবারটি দাবি করছে।
এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফিরে এসে ফরিদগঞ্জ থানার এসআই অনুমং মারমা এ প্রতিনিধিকে বলেন, ঘটনাটি রহস্যজনক। তবে তদন্ত শেষে উক্ত বিষয়ে বিস্তারিত বলা যাবে।
প্রতিবেদক:শিমুল হাছান