সারাদেশের ন্যায় ৩০ এপ্রিল রোববার চাঁদপুরের ফরিদগঞ্জে ১০ কেন্দ্রে ৫ হাজার ৫শ’ ৬০ এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করার কথা থাকলেও ১ম দিন অনুপস্থিত ছিলো ১২১ জন।
এবারের এসএসসি-সমমান পরীক্ষায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ৫ হাজার ৫’শ ৬০ জন পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ২২৮৪ জন এবং ছাত্রী ৩২৭৬ জন। এসএসসি- সমমান পরীক্ষায় ছাত্রদের তুলনায় এগিয়ে রয়েছে ছাত্রীর সংখ্যা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ এ আর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১’শ ৮০জন ছাত্র, ৩’শ ৯৯ জন ছাত্রী, মোট ৫ ’শ ৮৯ জন পরীক্ষার্থীর অনুপস্থিত ছিলেন ৪ জন।
গৃদকালিন্দিয়া উচ্চ বিদ্যালয় ১’শ ৪৬ জন ছাত্র, ২ ’শ ৯ জন ছাত্রী, মোট ৩’শ ৫৫ জনের মধ্যে অনুুপস্থিত ৬ জন।
গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২’শ ৭৪ জন ছাত্র , ৪’শ ৭ জন ছাত্রী, মোট ৬’শ ৮১ জনের মধ্যে ১৫ জন।
চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ২’শ ৬৪ জন ছাত্র, ৪’শ ৭জন ছাত্রী, মোট ৬’শ ৬০ জনের মধ্যে ৬ জন।
রূপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২’শ ৯৮জন ছাত্র, ৪৯৬’শ ৪ জন ছাত্রী, মোট ৭’শ ৯৪ জনের মধ্যে ১১ জন।
ফিরোজপুর জনকল্যান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২’শ ৪৮জন ছাত্র, ২’শ ৯০জন ছাত্রী, মোট ৫’শ ৩৮ জনের ৯ জন। ভোকেশনাল ৩ জন।
ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ২’শ ৫০জন ছাত্র, ৩’শ ৫০জন ছাত্রী, মোট ৬’শ পরীক্ষার্থী মধ্যে ৩৯ জন।
চান্দ্রা ছামাদিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ২৫৯’শ জন ছাত্র, ৩’শ ৪৫জন ছাত্রী, মোট ৬’শ ৫০ জনের মধ্যে ১০ জন।
রূপসা আহম্মদিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে ২’শ ২জন ছাত্র, ৩’শ ২৪জন ছাত্রী, মোট ৬’শ ৪ জনের মধ্যে ১২ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলো।
তবে কী কারণে তারা অনুপস্থিত তা জানা যায়নি।
প্রতিবেদক: শিমুল হাছান, ৩০ এপ্রিল ২০২৩