Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ

ফরিদগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকায় শারিরিক প্রতিবন্ধী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার সকাল আনুমানিক ১০টার দিকে এই ঘটনা ঘটার পর গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে কর্তব্য চিকিৎসক তাকে চাঁদপুর প্রেরণ করে।

স্থানীয় কাউন্সিলর মামুনুর রশিদ জানান, “পৌর এলাকার পশ্চিম বড়ালি গ্রামের হতদরিদ্র কৃষকের প্রতিবন্ধী  শিশু সন্তান (১৪) কে একই বাড়ির হেলাল (২৮) জোরপূর্বক বাড়ির পাশের বাগানে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। কিছুক্ষণ পর ঘটনাটি জানতে পেরে শিশুর মা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক ডা: রাশেদ তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চাঁদপুর সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করে।

কাউন্সিলর আরো জানান, “ঘটনাটি ফরিদগঞ্জ থানার কর্তব্যরত অফিসারকে জানানো হয়েছে।

তবে ফরিদগঞ্জ থানার থানার ইন্সপেক্টর (তদন্ত) মোস্তফা কামাল জানান, “এ বিষেয় আমাদের কাছে এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”

স্টাফ করেসপন্ডেন্ট :  আপডেট 0৫:০৭ পিএম, ১৭ অক্টোবর, ২০১৫ শনিবার

এমএ/ডিএইচ