Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে প্রতিবন্ধীর গাড়ি পোড়া মামলায় বাবা-ছেলেসহ আটক ৪
প্রতিবন্ধীর

ফরিদগঞ্জে প্রতিবন্ধীর গাড়ি পোড়া মামলায় বাবা-ছেলেসহ আটক ৪

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের শারীরিক প্রতিবন্ধী জসিম উদ্দিনের পিকআপ গাড়ী পোড়ানোসহ সি-আর ৭৫/২২ মামলার ওয়ারেন্টভুক্ত বাবা-ছেলেসহ ৪ আসামিকে আটক করেছে পুলিশ।

৭ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃত আসামীরা হলেন, উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের গুপ্টি এলাকার মৃত- মজিদ ভাটের ছেলে সোলেমান ভাট, সোলেমান ভাটের ছেলে কাদের ভাট, সুজন ভাট ও আনোয়ার ভাট।

ফরিদগঞ্জ থানার এস. আই নাছির উদ্দীন বলেন, ‘আটককৃত আসামিদের বিরুদ্ধে চাঁদপুর আদালতে পোড়া, মারামারি, চুরিসহ বিভিন্ন ধারায় সিআর মামলা রয়েছে এবং মামলা মূলে তাদের আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, আসামিরা সকলে সি-আর মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি। তাদেরকে গ্রেফতারের পর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

প্রতিবেদক: শিমুল হাছান, ৮ এপ্রিল ২০২২