চাঁদপুরের ফরিদগঞ্জে স্বতঃস্ফুর্ত অংশ গ্রহনের মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন গুলো দিবসটি পালন করেছে।
১৫ আগস্ট সোমবার সকালে উপজেলা প্রশাসন উদ্যোগে তাসলিমুন নেছার নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান। পরে ১৫ আগষ্টে নিহত শহীদদের স্বরনে উপজেলা অডিটরিয়মে প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমুন নেছার সভাপত্বিত্বে ও একাডেমিক সুপার ভাইজার আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. জাহিদুল ইসলাম রোমান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, পৌর আ’লীগের সাধারন সম্পাদক ও সাবেক মেয়র মাহ্ফুজুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান খান প্রমুখ।
একই দিনে উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা আ’লীগের কার্যালয়ের সম্মূখে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে আ’লীগ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী সভাপত্বিত্বে এবং উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের পরিচালনায় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি রফিকুল আমিন কাজল, সহ-সভাপতি লোকমান তালুকদার, দপ্তর সম্পাদক আব্দুস সামাদ মিন্টু, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সহিদ উল্লা, সদস্য এ্যাড. মোহাম্মদ আলী মজুমদার, এনামুল হক রাসেল, কামাল হোসেন মিয়াজী, ইকবাল হোসেন মিঠু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সহিদ উল্লাহ তপদার, মুক্তিযোদ্ধা সফর আলী, ৫নং ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল গনি বাবুল পাটওয়ারী, ৯নং ইউনিয়ন আ’লীগের সভাপতি মোনায়েম খান, সাধারন সম্পাদক সোহেল চৌধুরী, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি নাজমুন নাহার অনি, পৌর আ’লীগ নেতা মো. খলিলুর রহমানসহ ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমীকলীগ এবং ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুর্স্পস্তবক অর্পণ করা হয়।
একই দিনে উপজেলা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার তাছলিমুন নেছা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সহিদ উল্লাহ তপদার, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, ডেপুটি কমান্ডার সরোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা সফর আলী সওদাগর, মোহাম্মদ উল্লা, মোহাম্মদ ভাসানী, রুহুল আমিন।
একই দিনে ফরিদগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে পুর্স্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সধারন সম্পাদক আ: ছোবহান লিটন, সাংবাদিক নুরুন নবী নোমান, প্রবীর চক্রবর্ত্তী, আলী হায়দার টিপু পাঠান, নারায়ন রবি দাস, আনিছুর রহমান সুজন, এস এম ইকবাল, জাকির হোসেন সৈকত, আব্দুস সালাল, গাজী মমিন, মেহেদী হাছান, আব্দুল কাদির, মামুন হোসেন, ফাহাদ খান।
একই দিনে উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকি বিল্লাহ সোহাগ, যুগ্ম সাধারন সম্পাদক আরিফুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগ বৃন্দ। রে পৌর ছাত্রলীগের সাধারন সম্পদক সাহাদাত হোসেন শান্তর নেতৃত্বে একটি শোক র্যালী বের হয়।
একইদিন উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে সিআইপি জালাল আহমেদ এর সমর্থক বৃন্দ সাবেক ছাত্রলীগ নেতা শাহবুদ্দিন সাবুর নেতৃত্বে শোক র্যালী শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, পৌর আ’লীগের সহ-সভাপতি জসিম উদ্দিন দিদার, উপজেলা যুবলীগের সদস্য আব্দুল গাফ্ফার সজিব, আব্দুর রহিম, আরিফ হোসেন শেখ, ছাত্রলীগ নেতা আজাদ মিজি, সজীব, নিলয় পাটওয়ারীসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ।
এদিকে উপজেলা যুবলীগের কার্যালয়ে যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহিনের সভাপতিত্বে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুহাম্মদ শফিকুর রহমান বলেন, শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে একটি সমৃদ্ধশালী উন্নত দেশ গড়তে সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। সভা শেষে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহম্মদ মজুমদার, রুপসা দক্ষিন ইউনিয়নের চেয়ারম্যার মো. শরীফ হোসেন, গোবিন্দপুর দক্ষিন ইউনিয়ের চেয়ারম্যান আলাউদ্দিন ভূঁইয়া, চরদুঃখীয়া পুর্ব ইউনিয়নের চেয়াম্যান মাহমুদুল হাছান মিরাজ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন আহমেদ, আ’লীগ নেতা জাহাঙ্গীর পলোয়ান, সাবেক প্যানেল মেয়র খলিলুর রহমান, গুপ্টি পশ্চিম ইউনিয়ন আ’লীগ নেতা মো. সোহেল মাস্টার, রুপসা উত্তর ইউনিয়ন আ’লীগ নেতা নজরুল ইসলাম সুমন, গুপ্টি পুর্ব ইউনিয়ন আ’লীগ নেতা আব্দুস সাত্তার পাটওয়ারীসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে রাজনৈতিক, সামাজিক, সরকারী-বেসরকারী অফিস, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস, শিক্ষা প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
প্রতিবেদক: শিমুল হাছান, ১৫ আগস্ট ২০২২