ফরিদগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (ওসি-তদন্ত) থেকে পদায়ন পেয়ে পূর্ণাঙ্গ ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ শহীদ হোসেন।
২১ অক্টোবর,বুধবার বিকেল থেকে নতুন কর্মস্থল ফরিদগঞ্জ থানায়ই, তবে ওসি তদন্ত হিসেবে নয়, পূর্ণাঙ্গ ওসি হিসেবে।
এর আগে গত ৭ অক্টোবর ওসি আব্দুর রকিবের বদলী জনিত কারণে পরিদর্শক তদন্ত মোহাম্মদ শহীদ হোসেন ভারপ্রাপ্ত ওসি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
২১ অক্টোবর,বৃহস্পতিবার পুলিশ সুপারের পাঠানো এক বার্তায় মোহাম্মদ শহীদ হোসেনকে ফরিদগঞ্জ নবাগত ওসি হিসেবে পূর্ণাঙ্গ দায়িত্ব প্রদান করেন।
ফরিদগঞ্জ থানা সূত্রে জানা গেছে, মোহাম্মদ শহীদ হোসেন ২০০৮ সালে এস আই হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। দীর্ঘদিনের চাকরির সুফল হিসেবে চলতি বছরের ৪ জানুয়ারি ওসি (তদন্ত) হিসেবে পদায়ন পেয়ে ফরিদগঞ্জ থানায় যোগদান করেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ) সার্কেল মো.আফজাল হোসেন বলেন, শহীদ হোসেন আমাদের উর্দ্ধতন কর্মকর্তাদের আস্তা ও জনস্বার্থে পুলিশি দায়ীত্ব সঠিক ভাবে পালন করায় শহীদ হোসেনকে প্রদায়ন করা হয়েছে। আমি আশা করছি শহীদ হোসেন আগামী দিনেও এই ধারাবাহিকতা বজায় রখবেন।
প্রতিবেদক:শিমুল হাছান,২১ অক্টোবর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur