Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে পুড়ে যাওয়া ঘর পরিদর্শনে সাবেক এমপি
ঘর

ফরিদগঞ্জে পুড়ে যাওয়া ঘর পরিদর্শনে সাবেক এমপি

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের কর্মকার বাড়ির হিন্দু সম্প্রদায়ের পুড়ে যাওয়া পরিত্যাক্ত বসত ঘর পরিদর্শন করেছেন ফরিদগঞ্জ সাবেক সংসদ সদস্য ড.মোহাম্মদ শাছুল হক ভূঁইয়া।

২৩ অক্টোবর শনিবার বিকেলে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের কর্মকার বাড়ির বিরেশ^রের ঘরটি পরিদর্শন কালে স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, জাতির পিতার ডাকে ধর্ম–বর্ণনির্বিশেষে সব মানুষ কাঁধে অস্ত্র তুলে নিয়ে এ দেশ স্বাধীন করেছে। কাজেই এ স্বাধীনতাকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না।

তিনি বলেন, কুমিল্লার যে ঘটনাটি ঘটে গেছে, সেটা খুব দুঃখজনক। কারণ, মানবধর্মকে সম্মান করাই ইসলামের শিক্ষা। নিজের ধর্ম পালনের অধিকার যেমন সবার রয়েছে, তেমনি অন্যের ধর্মকেও কেউ হেয় করতে পারে না। এটা ইসলাম শিক্ষা দেয় না। আর নিজের ধর্মকে সম্মান করার সঙ্গে সঙ্গে অন্যের ধর্মকেও সম্মান করতে হয়, অন্য ধর্মকে হেয় করলে নিজের ধর্মকেই অসম্মান করা হয়ে যায়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের যুগ্ম- সাধারন সম্পাদক আরিফুর রহমান, ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান তালুকদার, সাধারন সম্পাদক মিজানুর রহমান ভদ্র, আনোয়ার হোসেন খোকন আখন্দ, সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন ভূঁইয়া, ৩ নং সুবিদপুর ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক জাকির খান বাবু, ৭ নং পাইকপাড়া ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক পিএম আক্তার, উপজেলা আ’লীগের সদস্য আবুল কাশেম আজাদ, উপজেলা যুবলীগ নেতা মহিউদ্দিন ভূঁইয়া ইরান, ৪নং সুবিদপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক সৈকত মোল্লা, ৬ নং গুপ্টি ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল হোসেন পাটওয়ারী, ছাত্রলীগ নেতা আরেফিন শুভ, কাউছার আহমেদ বিপুসহ আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: শিমুল হাছান, ২৩ অক্টোবর ২০২১