ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৫ মাদক ব্যবসায়ী ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক ৪ আসামীকে আটক করা হয়েছে।
আটককৃতদের বুধবার (১৮ জুলাই) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সংশ্লিষ্ট থানার ওসি মো. শাহ আলমের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থানে থেকে ওই আসামীদের আটক করে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ৩০ পিচ ইয়াবাসহ পৌর সদরের কাছিয়াড়া গ্রামের রাকিব হোসেন ও কেরোয়া গ্রামের ইলিয়াছকে আটক করা হয়।
এছাড়া আধা কেজি গাজা ও ২৫ পিচ ইয়াবা সহ মো. শাহ-আলম, পারভেজ পাটওয়ারী ও নাছির পাটোয়ারিকে গ্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পৃথক অভিযানে বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী স্বপন, আনোয়ার হোসেন, সুমন রাঢ়ী ও আনোয়ার হোসেনকে আটকের পর আদালতে প্রেরণ করা করা হয়েছে।
ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহ আলম এ প্রতিনিধিকে বলেন, মাদকসহ আটককৃত ৫ জন ও বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৪ আসামী আটকের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রতিবেদক : আতাউর রহমান সোহাগ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur