দেশব্যাপী আবারো করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় মাস্ক পরার অভ্যাস, কোভিডমুক্ত বাংলাদেশ এই স্লোগানে ফরিদগঞ্জ থানা পুলিশের আয়োজনে বিশেষ উদ্ধুদ্ধকরণ কর্মসূচি উপলক্ষে মাস্ক পরার অভ্যাস কোভিডমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে মাস্ক বিতরন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
২১ মার্চ রোববার দুপরে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনর নতৃত্বে পথচারী, যাত্রী, যানবাহন চালকের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ) সার্কেল মোঃ সোহেল মাহমুদ, ওসি তদন্ত বাহার মিয়া, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, এসআই নাছির, আনোয়ার, জামসেদ ও এ এসআই রাজ্জাকসহ অনান্য পুলিশ সদস্যরা।
আরও পড়ুন… চাঁদপুরে মাস্ক বিতরণের মধ্য দিয়ে জেলা পুলিশের করোনার কার্যক্রম শুরু
এসময় থানার অফিসার ইনচার্জন বলেন, পুলিশের আইজিপি ড. বেনজির আহমেদের নির্দেশে করোনার প্রাদুর্ভাব থেকে মানুষকে সচেতন করতে আমাদের কর্মসূচি পুনরায় চালু হয়েছে। প্রতিটি ইউনিয়নব্যাপী এ কর্মসূচি অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, করোনা মোকাবিলায় পুলিশ জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ঝুঁকি নিয়ে কাজ করেছে।
প্রতিবেদক: শিমুল হাছান,২১ মার্চ ২০২১