Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে পাসের হার ৯৬.৫৩, জিপিএ ৫ পেয়েছে ৪৭৬
Faridganj-ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে পাসের হার ৯৬.৫৩, জিপিএ ৫ পেয়েছে ৪৭৬

সদ্য প্রকাশিত ২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় চাঁদপুরের ফরিদগঞ্জে মোট ৪৭৬ জন জিপিএ-৫ পেয়েছে। এরমধ্যে এইচএসসিতে ৮টি কলেজের মোট ১৮৭৩জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৮০৮জন। পাসের হার ৯৬.৫৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩৮৭জন।

গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ থেকে ২৫৯জন জিপিএ-৫ পেয়েছে। গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহন করেছে ৬৫৩জন শিক্ষার্থী, এরমধ্যে উত্তীর্ন হয়েছে ৬৫২জন। জিপিএ-৫ পেয়েছে ২৫৯, এ গ্রেড পেয়েছে ৩৫০, এ মাইনাস ৩৪ এবং বি গ্রেড পেয়েছে ৯জনসহ ৯৯.৮৫ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে।

আলিমে উপজেলার ২৭টি মাদ্রাসা থেকে ৬৮৬জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৬৬৭জন। পাশের হার ৯৭.২৩ ভাগ। মোট জিপিএ-৫ পেয়েছে ৭৭জন।

ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা থেকে ১১জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া এইচএসসি (বিএম) এর মধ্যে দুইটি প্রতিষ্ঠানের ৮৩জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৭৯জন। পাশের হার ৯৫.১৮ ভাগ।

মূলপাড়া সামছুদ্দিন কারিগরি বাণিজ্য কলেজ থেকে মোট ১২জন জিপিএ-৫ পেয়েছে। এদিকে শতভাগ পাশের ক্ষেত্রে কলেজ পর্যায়ে একটি ও মাদ্রাসার ১৭টি প্রতিষ্ঠান রয়েছে।

প্রতিবেদক: শিমুল হাছান, ৮ ফেব্রুয়ারি ২০২৩