ফরিদগঞ্জে পানিতে ডুবে তাসকিত কাজী নামের ৩ বছর ২ মাস বয়সী শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপর ১১ টায় খেলতে গিয়ে পুকুরে পড়ে যায় তাসকিত কাজী।
পরিবারের লোকজন তাকে না পেয়ে খোঁজাখুজি করতে গিয়ে ঘরের পাশের পুকুরে তাসকিত ভাসমান পাওয়া যায়।
তাৎক্ষনিক বাড়ির লোকজন ফরিদেগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাসকিতকে মৃত ঘোষনা করেন।
তাসকিতের মৃত্যুতে পরিবারের মাঝে শোকের মাতম নেমে এসেছে।
শিশু তাসকিত উপজেলার ১৫ নং রুপসা উত্তর ইউনিয়নের বারপাইকা গ্রামের কাজী বাড়ির ও গৃদকালিন্দিয়া কলেজের হিসাব রক্ষক মো. সেলিম কাজীর এক মাএ ছেলে।
শিমুল হাছান,৮ সেপেটম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur