চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় গত ২৪ ঘন্টায় পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে । উপজেলার পৌর এলাকার কাছিয়াড়া গ্রামে হুমায়ারা নামে তিন বছরের শিশু, ও গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা গ্রামে আয়েশা আক্তার নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
জানা গেছে, পৌর এলাকার পূর্ব কাছিয়াড়া গ্রামের পলোয়ান বাড়ির হারুণ পলোয়ানের তিন বছরের মেয়ে রোববার (৬ এপ্রিল ২০২৫) বেলা সাড়ে ১১টার দিকে পরিবারের সদস্যদের অলক্ষ্যে বাড়ির পাশের পুুকুরের পানিতে পড়ে যায়। পরে শিশুটির পানিতে ভেসে উঠলে লোকজন দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
অন্যদিকে গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা গ্রামের শাহ পরানের দুই বছর বয়সি মেয়ে আয়েশা আক্তার শনিবার ( ৫ এপিল ২০২৫) দুপুরে খেলার ছলে সকলের অগচোরে সে বাড়ির পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণপর তাকে না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরের পানিতে ভেসে উঠতে দেখে স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আয়েশা আক্তারকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, দুই শিশুকেই হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই তাদের মৃত্যু হয়। যেহেতু এখন গরম পড়ছে, শিশুদের অভিভাবকরা আরো সচেতন থাকতে হবে যেনো শিশুরা একা একা পানির কাছাকাছি না যায়।
প্রতিবেদক: শিমুল হাাছান, ৬ এপ্রিল ২০২৫