আশিক বিন রহিম | আপডেট: ০১:১৪ অপরাহ্ণ, ০৫ আগস্ট ২০১৫, বৃহস্পতিবার
চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার কামতায় পানিতে ডুবে তারেক নামের ৩ বছরের শিশুর করুণ মৃত্যুর খবর পাওয়া গেছে। শিশু তারেক ফরিদগঞ্জ কামতা এলাকার মো. মনির হোসেনের পুত্র।
২৫০ শয্যার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল ও তারেকের পরিবার সূত্রে জানা যায়, শিশু তারেক খেলতে গিয়ে বাড়ির ও পরিবারের সকলের অজান্তে পাশের একটি পুকুরে পড়ে যায়। আশপাশে খোঁজাখুজি করে কোথাও না পেয়ে প্রায় ১ ঘণ্টা পর পুকুরে তার লাশ ভেসে উঠতে দেখে স্বজনরা।
দ্রুত তাকে উদ্ধার করে ২৫০ শয্যার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তারেককে মৃত ঘোষণা করে। এসময় তারেকের স্বজনদের কান্না ও আহাজারিতে হাসপাতাল আঙ্গিনায় হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা ঘটে।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫