চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার প্রত্যাশী গ্রামে শনিবাার (০৬ মে) সকাল ৯ টায় পানিতে ডুবে দু’শিশুর করুণ মৃত্যু হয়েছে।
নিহত শিশু, উত্তর গোবিন্দপুর ইউনিয়নের প্রত্যাশী গ্রামের বায়মন্ড বাড়ির আপন চাচাতো জেঠাতো দু’ভাই রুবেল হোসেনের ৪ বছর বয়সি শিশু কন্যা রুমা ও মো. সুমনের ৪ বছর বয়সী শিশু কন্যা সুবর্না সকালে উঠানে খেলা করতে গিয়ে পরিবারের লোকজনের চোখের অন্তরালে শিশু দু’টি বাড়ির আঙিনায় পুকুরের পানিতে পড়ে যায়।
উভয় পরিবারের লোকজন দীর্ঘ সময় ধরে রুমা ও সুবর্নাকে উঠানে খেলা করতে না দেখে চারদিকে খুঁজাখুজি শুরু করে। পরে সকাল ১০টায় শিশু দু’টিকে বাড়ীর আঙিনার পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে দ্রুত তাদেরকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আসিবুল ইসলাম চৌধুরী মৃত ঘোষণা করেন।
তিনি জানান, শিশু দু’টি হাসপাতালে আনার অনেক আগেই মৃত্যু হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট
আপডেট, বাংলাদেশ সময় ১১: ২০ পিএম, ৬ মে ২০১৭, শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur