Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে পাওনা টাকা চাইতে গিয়ে দুজন হামলার শিকার
পাওনা

ফরিদগঞ্জে পাওনা টাকা চাইতে গিয়ে দুজন হামলার শিকার

চাঁদপুরের ফরিদগঞ্জে পাওনা টাকা ফেরত চাইতে গিয়ে হামলার শিকার হয়েছেন আশরাফ উদ্দিন (২৫) নামের এক মুক্তিযোদ্ধার সন্তানসহ দুজন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের রূপসা বাজারের দক্ষিণ পাশে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারী খোরশেদ আলম কুট্টি (৪২) একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ।

ঘটনার বিবরণে জানা গেছে, আশরাফ উদ্দিন ও খোরশেদ আলম কুট্টির মধ্যে প্রায় সাত হাজার টাকার লেনদেন ছিল। দীর্ঘ ছয় মাস ধরে পাওনা টাকা পরিশোধ না করে তালবাহানা করে আসছিল খোরশেদ। সম্প্রতি টাকা আদায়ের জন্য আশরাফ চাপ সৃষ্টি করলে ক্ষুব্ধ হয়ে খোরশেদ বৃহস্পতিবার রাতে বাড়ির সামনে রাস্তায় একা পেয়ে আশরাফের ওপর অতর্কিত হামলা চালায়।

এ সময় ধারালো দা দিয়ে কোপ দেওয়ার চেষ্টা ব্যর্থ হলে খোরশেদ আশরাফের অণ্ডকোষ চেপে ধরে গুরুতর আহত করার চেষ্টা করে। আশপাশের স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আশরাফকে উদ্ধার করে এবং হামলাকারী খোরশেদকে আটক করে রাখে।

এরপর হঠাৎ খোরশেদের ভাই সিরাজুল ইসলাম এসে হাতে থাকা টর্চলাইট দিয়ে এলোপাতাড়ি মারধর করে আরও কয়েকজনকে আহত করে। পরে খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক আশরাফুল আলমের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ্ আলম বলেন, “রূপসা বাজার এলাকায় হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ পৌঁছানোর আগেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। উত্তেজিতদের সড়ানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

প্রতিবেদক: শিমুল হাছান, ২৬ সেপ্টেম্বর ২০২৫