ফরিদগঞ্জে পাইকপাড়া দক্ষিণে নৌকার মনোনয়ন পেলেন মিন্টু

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ফরিদগঞ্জের পাইকপাড়া দক্ষিণ ইউপি নৌকার মনোনয়ন পেলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ হোসেন মিন্টু পাটওয়ারী।

৪ নভেম্বর শুক্রবার সন্ধায় বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার বিষয়ক মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত শেষ আ’লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত পত্রে এ মনোনয়ন চূড়ান্ত করা হয়।

মোহাম্মদ হোসেন মিন্টু পাটওয়ারী বলেন, জাতির পিতার আদর্শকে বুকে লালন করে ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। দল আমাকে যথাযোগ্য মূল্যায়ন করায় আমি জননেত্রী শেখ হাসিনাসহ নীতি নিধারনী এবং চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) নির্বাচনী আসনের সাংসদ সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান এমপি মহোদয়সহ সকলের প্রতি কৃতজ্ঞ। আমি সকলের দোয়া ও সহযোগীতা কামনা করছি।

প্রসঙ্গত, আগামী ২৮ নভেম্বর সোমবার উক্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

প্রতিবেদক: শিমুল হাছান, ৪ নভেম্বর ২০২২

Share