ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে বৃদ্ধা কর্তৃক শিশু ‘ধর্ষণ’ : বিচারের দাবিতে বিক্ষোভ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গল্লাক সিএনজি স্টেশন এলাকায় ৯ বছরের শিশুকে ‘ধর্ষণ’ করেছেন স্থানীয় এক বৃদ্ধা। এ ঘটনায় বিচারের দাবিতে বুধবার (৭ সেপ্টেম্বর) বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা।

অভিযুক্ত বিল্লাহ সওদাগর (৫০) ওই এলাকার চায়ের দোকানদার। ও স্থানীয় সিএনজি স্ট্যান্ড থেকে নিয়মিত চাঁদা আদায়কারী।

শিশুর বাবা চাঁদপুর টাইমসকে জানান, ‘দীর্ঘদিন ধরে তিনি ওই এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন এবং রাজমিস্ত্রীর ঠিকাদার হিসেবে কাজ করেন। তাঁর ৯ বছরের শিশু কন্যা মাত্র তৃতীয় শ্রেণিতে পড়ে। সে প্রতিদিন সকাল ৬টায় আরবি পড়তে গল্লাক সিএনজি স্টেশন হয়ে মসজিদে পড়তে যায়। এর মধ্যই বিল্লাল সওদারগর তার পিছু ধরে এবং প্রতিদিন শিশুটিকে ডেকে চকলেট, টাকা পয়সা দিয়ে লোভ দেখাতো। এ সুযোগকে কাজে লাগিয়ে বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে শিশুটিকে জোর করে সিএনজি স্টেশন এলাকায় একটি রুমে নিয়ে “ধর্ষণ” করে।’

এসময় তিনি নিজেকে অসহায় দাবি করে জানান, ‘আমরা এ এলাকায় অসহায়। কারো ভয়ে কিছু করতে পারছি না। প্রশাসনের কাছে এর সুষ্ঠ বিচার কামনা করি।’

শিশুটি লোমহর্ষক বিবরণ দিয়ে চাঁদপুর টাইমসকে জানায়, ‘একদিন তাকে চকলেট ও টাকা দিবে বলে তার টাকার ঘরে নিয়ে যায়। বিল্লাল তাকে প্রতিদিন হুমকি দিতো কাউকে কিছু বললে পরিবারের সবাইকে হত্যার হুমকি দেয়। এছাড়া তার কাছ থেকে যা খেয়েছে সব ফেরত দেয়ার জন্য চাপ দেয়।’

এদিকে স্থানীয় ক’জন জানান, ‘বিল্লাল অতিতেও কয়েকবার এ ধরণের ঘটনা ঘটিয়েছে। কিছু দিন পূর্বে বাইদ্দা বাড়ির লোকজন প্রশাসনের কর্মরত পুলিশের গায়েও হাত তুলেছে।’

এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান আব্দুল গণি পাটওয়ারী বাবুল চাঁদপুর টাইমসকে বলেন, ‘বিষয়টি শুনে ঘটনাস্থলে এসে মেয়েটিকে চিকিৎসার জন্য চাঁদপুর প্রেরণ করি। তার বিরুদ্ধে অতিতেও এমন ঘটনার অভিযোগ শুনেছি। আইনগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে ইতোমধ্যে প্রশাসন কাজ করছে।’

ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মাহবুবুর রহমান চাঁদপুর টাইমসকে জানান, ‘পুলিশ সুপারের নির্দেশে বিল্লাল সওদাগরকে আটকের জন্য অভিযান শুরু করেছি। শিশু ধর্ষণের ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করলে বিল্লাল সওদাগর শ্রীকালিয়া এলাকা থেকে পরিবার-পরিজন নিয়ে গা-ঢাকা দেয়।’

তবে এ রির্পোট লেখা পর্যন্ত অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলার প্রস্ততি চলছে।

প্রতিবেদক- শরীফুল, আশিক বিন রহিম ও জহিরুল ইসলাম জয় : আপডেট, বাংলাদেশ সময় ৭:৫৫ পিএম, ৭ সেপ্টেম্বর ২০১৬, বুধবার
ডিএইচ

Share