ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে নৌকার বিজয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন : ড.শামছুল হক ভূঁইয়া

ফরিদগঞ্জে জাতীয় সংসদের সদস্য ড.মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এক বর্ধিত সভায় বলেন,‘নৌকার বিজয়ের স্বার্থে উপজেলা আ’লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দ্বিধাবিভক্তি ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন।’

ফরিদগঞ্জ উপজেলার রূপসা ইউনিয়নে উপজেলা আ’লীগের বর্ধিত সভা শুক্রবার (২৪ আগস্ট) অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি জাতীয় সংসদের সদস্য ড.মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এ কথা বলেন ।

রূপসা দক্ষিণ ইউনিয়নের কাওনিয়া গ্রামে ড.শামছুল হক ভূঁইয়ার বাড়ির সামনে আয়োজিত এ সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার সভার কার্যক্রম শুরু হয়।

এ সময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ধর্ম-বিষয়ক সম্পাদক আবুল কাশেম কন্ট্রাক্টর,উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক ওয়াহিদুর রহমান রানা,আলমগীর হোসেন স্বপন,আরিফুর রহমান আজাদ,সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক,মহিলা সম্পাদিকা রিনা নাসরিন, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো.মশিউর রহমান মিটু, প্রচার সম্পাদক সুলতান আহাম্মেদ রিপন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবুল হাসনাত হাসেম,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্যবৃন্দ।

এছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী,যুগ্ম-আহ্বায়ক হাজী সফিকুর রহমান,কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার পাটওয়ারী,স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মিজানুর রহমান স্বপন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম সোহাগ প্রমুখ।

প্রতিবেদক : আতাউর রহমান সোহাগ
আপডেট, বাংলাদেশ সময় ৮:১০ পিএম,২৪ আগস্ট ২০১৮,শুক্রবার
এজি

Share