ফরিদগঞ্জ পৌর এলাকার ৫নং ওয়ার্ডের বড়ালি গ্রামের আজিম বাড়িতে উঠান বৈঠকে অনুষ্ঠিত হয়েছে।
৩ ফেব্রুয়ারি বুধবার বিকালে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বলেন, আপনারা জানেন আমার পাওয়ার কিছু নেই, জীবনের এই পড়ন্ত বেলায় আপনাদের দিতে চাই। তাই উন্নয়নের প্রতিক, জাতির পিতার বঙ্গবন্ধু মুজিবুর রহমানের প্রতিক,স্বাধীনতার প্রতিক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিক নৌকাকে বিজয় করুন। তাই আবারো বলছি, নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করে শেখ হাসিনাকে সম্মানিত করুন।
আজ আপনাদের সামনে উঠান বৈঠকে উপস্থিত হয়েছি, এই এলাকার সমস্যা গুলো জানতে। কারণ আপনারা যদি আগামী ১৪ ফেব্রুয়ারি নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতিকে ভোট প্রদান করেন এবং আপনাদের ভোটে যদি আমি নির্বাচিত হই। তাহলে আমার প্রধান কাজ হবে এলাকার মানুষের সমস্যা দুর করা।
কেন্দ্র কমিটির আহবায়ক অধ্যক্ষ এম তবিবুল্যাহ এর সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি হাজী কামরুল হাছান সউদ,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহজাহান কন্ট্রাক্টর, কেন্দ্র কমিটির যুগ্ম আহবায়ক সুজন, সদস্য সচিব আব্দুল গাফফার সজিব। উপস্থিত সংবাদকর্মীদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভয়েজ টেলিভিশনের করপনডেন্ট কো-অডিনের্টর নাছির পাঠান। উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আব্দুল কাইয়ুম, যুবলীগ নেতা শাহজালাল সুইট, সবুজ, প্রমুখ।
প্রতিবেদক:শিমুল হাছান,৩ ফেব্রুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur