ফরিদগঞ্জে ‘নো মাস্ক নো প্যাসেঞ্জার’ শ্লোগান নয় বাস্তবায়ন করতে চালকদের জন্য গণসচেতনতা সভার আয়োজন করেছেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন।
৫ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড ও গৃদকালিন্দিয়া বাজার সিএনজি স্ট্যান্ডে ৫ শতাধিক চালক ও প্যাসেঞ্জারের মাঝে মাস্ক বিতরণ করেন।
এ সময় তিনি বলেন, নো মাস্ক নো প্যাসেঞ্জার এ নীতিতে চালকরা মাস্ক ছাড়া কোন যাত্রী উঠাবেন না। তাহলে চালক যাত্রী উভয়ই করোনা থেকে রক্ষা পাবেন।
তিনি আরো বলেন, ফরিদগঞ্জ থানা পুলিশের কোন সদস্য দ্বারা কেউ জুলুম নির্যাতনের শিকার হলে আপনারা আমাকে অবহিত করবেন। আমরা ব্যবস্থা নেব। সকল শ্রেনী পেশার মানুষের সহযোগীতায় আমরা আলোকিত ফরিদগঞ্জ উপহার দিতে চাই।
এ সময় উপস্থিত ছিলেন, ট্রাফিক ইন্সপেক্টর মো. ইস্রাফিলসহ পুলিশের সদস্য বৃন্দ।
প্রতিবেদক:শিমুল হাছান,৫ নভেম্বর ২০২০