Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে নিষিদ্ধ ট্রাক্টর চাপায় শিশু নিহত
ফরিদগঞ্জে নিষিদ্ধ ট্রাক্টর চাপায় শিশু নিহত

ফরিদগঞ্জে নিষিদ্ধ ট্রাক্টর চাপায় শিশু নিহত

চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলায় খুরুমখালী এলাকায় বালিভর্তি নিষিদ্ধ ট্রাক্টর চাপায় শিশু নিহত হয়েছে। সোমবার (১ মে) সন্ধ্যা ৬ টার দিকে ফরিদগঞ্জ-রায়পুর সড়কের খুরুমখালী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্র ওই গ্রামের কৃষক মোহাম্মদ হানিফ মিয়ার শিশুপুত্র আব্দুর রহিম (৪)।

এ ঘটনায় চালক ও হেলপার পালিয়ে গেলেও বিক্ষুব্দ জনতা ট্রাক্টর আটক করে জ্বালিয়ে দেয়। সর্বশেষ খবরে রাত সাড়ে ৯টা পর্যন্ত ট্রাক্টর ও শিশুটিকে সরাতে দিচ্ছে না স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শী ও শিশুটির মামা সাহবুদ্দিন জানায়, ‘ট্রাক্টরটি বালিভর্তি অবস্থায় গাজীপুর থেকে ফরিদগঞ্জের দিকে যাওয়ার পথে শিশুটিকে চাপা দেয়। এতে তার মাথা থেতলে গিয়ে রাস্তায় বিভিন্ন অংশে ছিটকে পড়ে আছে।

ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। এরমধ্যে স্থানীয়রা বিক্ষোভ প্রদর্শন করছেন এবং ট্রাক ও শিশুটিকে ঘটনাস্থল থেকে সরাতে দিচ্ছে না। তারা ট্রাক্টর নিষেধাজ্ঞা বাস্তবায়নে চাঁদপুর পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা ও শিশুটি ‘হত্যার’ সুষ্ঠ বিচার দাবি করছেন।

এদিকে ট্রাক্টর মালিক দেলোয়ার হোসেনকে একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায়নি।

প্রতিবেদক- আতাউর রহমান সোহাগ
আপডেট, বাংলাদেশ সময় ১০: ০০ পিএম, ১ মে ২০১৭, সোমবার
ডিএইচ

Leave a Reply