ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে পার্কসহ নির্মিত হচ্ছে আনাসর ভিডিপি ট্রেনিং সেন্টার

চাঁদপুরের ফরিদগঞ্জে আনসার-ভিডিপি সদস্যদের জন্য সম্ভাবনার এক নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। নির্মিত হবে পার্ক, রিসোর্ট সেন্টার, কম্পিউটার ট্রেনিং সেন্টারসহ উন্নয়নমূলক একাধিক প্রতিষ্ঠান।

আনসার-ভিডিটি ডিরেক্টর ও রেঞ্জ কমান্ডার, কুমিল্লা রেঞ্জ এর মোঃ হিরা মিয়া এ তথ্য জানিয়েছেন।

তিনি সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গাব্দেরগাও গ্রামে অবস্থিত আনসার-ভিডিপির কার্যালয় ও প্রায় সাড়ে তিন একর বনভ‚মি পরিদর্শন শেষে এ কথা জানান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা কমান্ডেন্ট মেহেদী হাসান, চাঁদপুর জেলা কমান্ডেন্ট এএসএম আজিম উদ্দিন, আনসার ভিডিপি ব্যাংক, ফরিদগঞ্জ শাখার ব্যবস্থাপক মুহাম্মদ আনোয়ার হোসেন, চাঁদপুর সদর উপজেলা আনসার ভিডিপি অফিসার মোঃ এনায়েত হোসেন, ফরিদগঞ্জের সৌভাগ্য রানি, আবু বকর, ইউনিয়ন আনসার ভিডিপি কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সদস্য মমিনুল হক প্রমুখ।

আতাউর রহমান সোহাগ
: আপডেট, বাংলাদেশ সময় ০৯:৩৩ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০১৮, সোমবার
ডিএইচ

Share