ফরিদগঞ্জে নির্বাচনি যানবাহন হুকুম দখল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে চাঁদপুর জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের প্রস্তুতিমূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে ‘আস্থাবর সম্পত্তি হুকুম দখল আইন, ১৯৮৮’-এর ৩ ধারার আওতায় ফরিদগঞ্জে নির্বাচনী ডিউটিতে ব্যবহারের জন্য মাইক্রোবাস ও নোহা মাইক্রোবাস চালকসহ হুকুম দখল করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডের টিএনটি মোড়ে বিশেষ হুকুম দখল কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় মাইক্রোবাস ও নোহা মাইক্রোবাসসহ সংশ্লিষ্ট চালকদের উপস্থিতিতে যানবাহনগুলো হুকুম দখল করা হয়।
ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, নির্বাচনী ডিউটিতে ব্যবহারের লক্ষ্যে হুকুম দখলকৃত যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। পাশাপাশি চালকদের হাতে লিখিত নোটিশ প্রদান করা হয়। নোটিশে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে—কোন কোন কাগজপত্র জব্দ করা হয়েছে এবং কোন তারিখে চালকদের নির্দিষ্ট স্থানে উপস্থিত থাকতে হবে।
নোটিশ অনুযায়ী, চালকদের আগামী ৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩টায় চাঁদপুর আরআই পুলিশ লাইনের নিকট উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এ কার্যক্রমের মাধ্যমে নির্বাচনী প্রস্তুতি সুশৃঙ্খল ও পরিকল্পিতভাবে সম্পন্ন করা হবে। একই সঙ্গে ভোটগ্রহণের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
প্রতিবেদক: শিমুল হাছান/
২৭ ডিসেম্বর ২০২৫