ফরিদগঞ্জে নির্বাচনী আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনীর চেকপোস্ট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে ফরিদগঞ্জে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার টিএন্ডটি মোড়ে যৌথ বাহিনীর উদ্যোগে একটি বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়।

চেকপোস্ট চলাকালে প্রায় দুই শতাধিক যানবাহন তল্লাশি করা হয়। এ সময় বৈধ কাগজপত্র না থাকায় ১০টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয় এবং মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে ফরিদগঞ্জ উপজেলা ট্রাফিক পুলিশের টিএসআই মোশারফ হোসেন, ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আই হেলালসহ পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা, অবৈধ অস্ত্র পরিবহন, সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা প্রতিরোধে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাধারণ জনগণকেও প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

প্রতিবেদক: শিমুল হাছান,
২৯ জানুয়ারি ২০২৬