ফরিদগঞ্জে নিরীহ পরিবারের ওপর হামলায় আহত ৩

চাঁদপুরের ফরিদগঞ্জে নিরিহ একটি পরিবারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এসময় ধারালো অস্ত্রের আঘাতে ৩ জন আহত হয়েছে। পশ্চিম পোয়া এলাকায় রবিবার (১৬ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। আহতরা চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় ৫ জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।

থানায় লিখিত অভিযোগ ও সরেজমিনে জানা যায়, ওই এলাকার জমাদ্দার বাড়ির বাসিন্দা মোস্তফা গংদের সাথে একই বাড়ির বাসিন্দা আল আমিন (২৮) গংদের দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে বিরোধ চলমান রয়েছে। ঘটনার দিন বিকেলে তাদের পারিবারিক একটি পুকুর থেকে মাছ ধরাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এসময় পূর্ব শত্রুতার জের ধরে আল আমিন গংরা চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে মোস্তফা জমাদ্দার, তার স্ত্রী সালমা বেগম ও গৃহবধু রাজিয়া সুলতানার ওপর হামলা চালায়।

অভিযুক্ত আল আমিন বলেন, আগে তারা আমার বাবা ও আমাকে মারধর করেছে, তাই এ হামলার ঘটনা ঘটেছে।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয় বেশ কয়েকজন জানান, আল আমিন ইতিপূর্বে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত থেকে এলাকায় অনেক অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত ছিল। শেখ হাসিনা পালিয়ে গেলেও আল আমিন গংদের আধিপত্ব এখনো রয়ে গেছে। এ নিরিহ পরিবারটির ওপর সন্ত্রাসী যে হামলার ঘটনা ঘটেছে, তা একেবারেই দুঃখজনক। এ ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার হওয়া দরকার।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহআলম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। এসআই আমজাদকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে, অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্টাফ রিপোর্টার, ১৯ মার্চ ২০২৫

Share