আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জ উপজেলার ২ নং বালিথুবা পূর্ব ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হারুন অর- রশিদ (আনারস) তার নিজের কর্মী দিয়ে পোষ্টার, ব্যানার ছিঁড়ে ও নিজ নির্বাচনী কার্যালয় ভাংচুর করে নৌকা প্রতিকের প্রার্থী এবং তার কর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে বলে জানিয়েছেন নৌকা প্রতিকের প্রার্থী জিএম হাসান তাবাচ্ছুম।
২৪ ডিসেম্বর শুক্রবার সন্ধায় নৌকা প্রতিকের প্রার্থী জিএম হাসান তাবাচ্ছুম লিখিত ভাবে সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন।
লিখিত বক্তব্যে জিএম হাসান তাবাচ্ছুম বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্শান্বিত হয়ে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হারুন অর- রশিদ তার কর্মীদের দিয়ে পোষ্টার, ব্যাপার ছিঁড়ে ও নির্বাচনী কার্যালয় ভাংচুর করে আমি এবং কর্মীদের বিরুদ্ধে এই ধরনের মিথ্যা অভিযোগ করেছে।
তিনি আরো বলেন, আমিসহ আমার কোন নেতা-কর্মী অভিযোগকৃত চেয়ারম্যান প্রার্থীর পোষ্টার, ব্যানার ছিঁড়ে পেলা এবং তার নির্বাচনী কার্যালয় ভাংচুর করেনি। সে এলাকার জনগনের মাঝে বিভ্রান্ত ছড়াতে আমি এবং আমার কর্মীদের বিরুদ্ধে মিথ্যাচার করছে। আমি এ ধরনের কার্যকলাপের তীব্র নিন্দা জানাই এবং রিটার্নিং অফিসারসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হারুন অর-রশিদের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার ফোন করেও রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
প্রতিবেদকঃ শিমুল হাছান, ২৪ ডিসেম্বর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur