Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা
নবাগত

ফরিদগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

চাঁদপুরের ফরিদগঞ্জে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সাংবাদিকবৃন্দ ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসক কামরুল হাসান যোগদান করেছে।

১৪ জুলাই বৃহস্পতিবার সকালে প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে জেলা প্রশাসক কামরুল হাসানকে ফুলেল শুভেচ্ছা জানান বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি ও পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান জিএস তছলিম আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফ আহমেদ চৌধুরী, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব সহিদ তপাদার প্রমূখ।

প্রতিবেদক: শিমুল হাছান, ১৪ জুলাই ২০২২