ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে নতুন ৭ জনসহ করোনা শনাক্ত ৭৫

চাঁদপুর ফরিদগঞ্জে আরও ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তরা হচ্ছেন পৌর এলাকার কাছিয়াড়া গ্রামের মো.রহিম, বঙ্গবন্ধু ডির্গ্রী কলেজ রোডের (খান ভিলার) বাড়াটিয়া আমির হোসেন, ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের হুগলী গ্রামের দেওয়ান বাড়ীর বাবুল দেওয়ান, ৮নং পাইকপাড়া দক্ষিন ইউনিয়নের দায়চারা গ্রামের মো. মারুফ, ১৫ নং রুপসা উত্তর ইউনিয়নের পশ্চিম গাব্দের গাঁও গ্রামের ভবতুশ সাহা, ১৬ নং রুপসা দক্ষিন ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামের মো. শহিদ চৌধুরী এবং দেলোয়ার হোসেন এর ঠিকানা পাওয়া যায়নি।

২৬ জুন শুক্রবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র এই প্রতিনিধিকে এ তথ্য নিশ্চিত করে। এদিকে আজ স্বাস্থ্য কমপ্লেক্সে আসা ২২ টি রিপোর্টের মধ্যে ৭ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

এ নিয়ে ফরিদগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫ জনে।

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আশরাফ আহমেদ চৌধুরী চাঁদপুর টাইমসকে জানান, ফরিদগঞ্জে বৃহস্পতিবার দুপুরে আসা দুটি রিপোর্টই পজিটিভ আসে। এ পর্যন্ত পাওয়া ৩৫৭ টি রিপোর্টের মধ্যে ২৯৩ জনের রিপোর্ট এসেছে এর মধ্যে ৭৫ জনের করোনা পজিটিভ হয়েছে।

আক্রান্তদের মধ্যে ৭ জন মারা গেছেন এবং ৪৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া ৬৪ জনের রিপোর্ট অপেক্ষমান রয়েছে।

প্রতিবেদক:শিমুল হাছান,২৬ জুন ২০২০

Share