Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারা শিক্ষার্থীরা
বইয়ের

ফরিদগঞ্জে নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারা শিক্ষার্থীরা

নতুন বছরের প্রথম দিনে বিপুল উচ্ছ্বাস-উদ্দীপনার মধ্য দিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। বছরের প্রথম দিনে উপজেলার ১৯০টি প্রাক প্রাথমিক, ৬০ টি কিণ্ডার গার্টেন ও ৫০টি মাধ্যমিক বিদ্যালয়ে নতুন বইয়ের ঘ্রাণে আর উল্লাসে মেতে উঠছে শিক্ষার্থীরা।

১ জানুয়ারি সোমবার সকালে বছরের প্রথম দিনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে নতুন পাঠ্যপুস্তক পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে এ উল্লাস দেখা গেছে।

ফরিদগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌলি মণ্ডল’র সভাপতিত্বে উপজেলা প্রশাসনের আয়োজিত বই উৎসবের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জিএস তসলিম আহমেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আজিজুন্নাহার, শিক্ষা কর্মকর্তা আজিজুল ইলসাম, সহকারি শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমান, উপজেলা রিসোস সেন্টারের কর্মকর্তা তারেক নাথ মল্লিক, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাসিনা বেগম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমির হোসেন মাস্টার।

এসময় উপস্থিত অতিথিরা বলেন, ছোট বেলায় আমরা নতুন ক্লাসে উঠার দুই-তিন মাস আগে বড় ভাই-বোনদের কাছে বই চেয়ে রাখতাম। ভাগ্যক্রমে কখনো কখনো অন্যের পুরানো দুই-একটা বই পাওয়া যেত। বর্তমান সময়ে শিক্ষা ক্ষেত্রে সরকারের আমূল পরিবর্তনের ফলে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীরা নতুন বই পাচ্ছে। এখন আর শিক্ষার্থীদের পুরানো বই পড়া লাগে না।

পৌর এলাকার ভাটিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শাহাপুর সোনালী বালিকা বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।

এছাড়াও উপস্থিত ছিলেন, শাহাপুর সোনালী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, ভাটিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ রায়, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী প্রমুখ।

একই ভাবে দক্ষিণ কাছিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবে বিদ্যালয়ের সভাপতি মো. কামরুজ্জামান’র সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)জিএস তসলিম আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমুখ।

প্রতিবেদক: শিমুল হাছান, ১ জানুয়ারি ২০২৪