চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ সৈয়দ আহমেদ বেপারী (৪৫) নামে ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. লুৎফর রহমান।
তিনি জানান, এর আগে সোমবার (২৬ জানুয়ারি) দিনগত রাত আনুমানিক সোয়া ২টার দিকে পার্শ্ববর্তী হাইমচর উপজেলার হাওলাদার বাজার এলাকা থেকে সৈয়দ আহমেদ বেপারীকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফরিদগঞ্জ উপজেলার চরদু:খিয়া পশ্চিম ইউনিয়নের নিজ বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত সৈয়দ আহমেদ বেপারী ফরিদগঞ্জ উপজেলার ১২ নম্বর চরদু:খিয়া পশ্চিম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লড়াইরচর গ্রামের বেপারী বাড়ির (মাঝিবাড়ি) বাসিন্দা। তিনি মৃত নুর মোহাম্মদ বেপারীর ছেলে।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে— তিনটি চাইনিজ কুড়াল, দুটি রামদা, একটি লোহার চাকু, একটি দেশীয় দা, চারটি স্টিল পাইপ, একটি হাতুড়ি, একটি চেইন, একটি সুইচ গিয়ার, তিনটি স্টিলের চাকু এবং দুটি স্মার্টফোন।
চরদুখিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহজাহান বলেন, সৈয়দ আহমেদ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বর্তমানে উপজেলা ও ইউনিয়ন বিএনপির সব কমিটির কার্যক্রম স্থগিত রয়েছে।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসেন জানান, যৌথ বাহিনী প্রথমে সৈয়দ আহমেদকে গ্রেপ্তারের পর হাইমচর থানায় সোপর্দ করে। পরে তার স্থায়ী ঠিকানা ফরিদগঞ্জ উপজেলায় হওয়ায় মঙ্গলবার দুপুরে তাকে ফরিদগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) এমদাদুল হক বলেন, সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত অভিযানে সৈয়দ আহমেদ বেপারীকে দেশীয় অস্ত্রসহ আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. লুৎফর রহমান আরও বলেন, গ্রেপ্তার হাইমচরে হলেও অস্ত্র উদ্ধার হয়েছে ফরিদগঞ্জে তার বাড়ি থেকে। এ কারণে ফরিদগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
নিজস্ব প্রতিনিধি/
২৭ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur