নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ফরিদগঞ্জের দেইচর মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়েছে।
১ মার্চ বুধবার বিকেলে বিদ্যালয় মাঠে একাডেমির পরিচালনা কমিটির সভাপতি আবুল বাসারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক গঠনে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। তাই মেধা বিকশিত করতে হলে নিয়মিত শরীর চর্চা ও খেলাধুলার প্রতি মনোনিবেশ হতে হবে।
উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারন সম্পাদক বাহাউদ্দীন বাহারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগ নেতা জি এম হাসান তাবাচ্ছুম, একাডেমির প্রধান শিক্ষক মিজানুর রহমান শেখ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল হাই মজুমদার, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, সাবেক ইউপি সদস্য বাহাউদ্দিন বাবলু, আব্দুস ছাত্তারসহ শিক্ষক- শিক্ষিকা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বৃন্দ, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিবেদক: শিমুল হাছান, ১ মার্চ ২০২৩