চাঁদপুর ফরিদগঞ্জে এক স্বেচ্ছাসেবকলীগ নেতার বসতঘর পুড়ে দিলো দুর্বৃত্তরা। বুধবার(২৪ জানুয়ারি) দিবাগত রাত একটার দিকে উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের বাসারা গ্রামে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, বাসারা হাজী বাড়ির তাজুল ইসলামের ছেলে স্থানীয় ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলামের বসত ঘরে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। আরিফ এ সময় পাশ্ববর্তী একটি ওয়াজ মাহফিলে ছিলেন। তার স্ত্রী সন্তান তখন পাশের আরেকটি ঘরে ছিলেন। আগুনের তান্ডব দেখে তারা ঘর থেকে বের হয়ে ডাক চিৎকার করে।
কিন্তু রাত বেশী হয়ে যাওয়ায় আরিফ ও তার আশপাশের লোক মিলে আগুন নিয়ন্ত্রনে আনলে পাশের ঘরটি রক্ষা পায়। পুড়ে যাওয়া ঘরের ভিতরে থাকা কয়েক ডাম চাল, কৃষি মালামালসহ বিভিন্ন আসবাসপত্র পুড়ে চাই হয়ে যায়। এতে আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমান দাবি করে প্রায় ২ লক্ষ টাকা।
স্বেচ্ছাসেবকলীগ নেতার স্ত্রী বলেন, আমাদের ঘরটি সম্পন্ন পুড়ে মালামাল শেষ হয়ে যায়। আমাদের সহযোগিতার জন্য প্রশাসনের সৃদৃষ্টি কামনা করছি।
এ ঘটনায় ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে দুঃখ প্রকাশ করেন।
প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়
২৪ জানুয়ারি,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur