ফরিদগঞ্জে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে মোটরসাইকেল পুড়ে ছাই
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি মোটরসাইকেল পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে অল্পের জন্য রক্ষা পেয়েছে পাশের বসতঘর। না হলে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।
শনিবার (২৪ জানুয়ারি) গভীর রাতে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের উত্তর কড়ৈইতলী দর্জি বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলটি সম্পূর্ণভাবে পুড়ে যায়।
আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লেও স্থানীয়দের তৎপরতায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফলে পাশের অন্তত দুটি বসতঘর অগ্নিকাণ্ড থেকে রক্ষা পায়।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উত্তর কড়ৈইতলী দর্জি বাড়ির বাসিন্দা মো. ছলেমান দর্জির বড় ছেলে মো. শাহাদাৎ দর্জির ব্যবহৃত হিরো হাঙ্ক ১৫০ সিসি যাহারা রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো-ল- ২০-৪৮৮৫ মোটরসাইকেলটিতে কে বা কারা গভীর রাতে আগুন ধরিয়ে দেয়। ঘটনার সময় পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ আগুন দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, এটি কোনো দুর্ঘটনা নয়; বরং পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে মোটরসাইকেলটিতে আগুন দেওয়া হয়েছে বলে তাদের ধারণা। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।
তারা আরও জানান, চলমান রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে।
প্রতিবেদক: শিমুল হাছান,
২৫ জানুয়ারি ২০২৬