ফরিদগঞ্জে দুর্বৃত্তদের আগুনে পুড়ে গেছে দোকানের টাকা ও মালামাল

চাঁদপুরের ফরিদগঞ্জে রাতের আঁধারে দুর্বৃত্তদের আগুন দোকানে থাকা নগদ টাকা এবং মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

১১ জানুয়ারি বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দায়চারা এলাকার লতিফ বিএসসির বাড়ির সামনে অবস্থিত মাসুদের কনফেকশনারি ও চায়ের দোকানে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে মালামাল ও নগদ টাকা পুড়ে ছাই। আগুনের সংবাদ পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. মাসুদ খান বলেন, রাতে দোকান বন্ধ করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েছি। রাত দেড় ঘটিকার সময় স্থানীয় লোকজনের চিৎকার শুনে এসে দেখি আমার দোকানে আগুন জ্বলছে। স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নেভানো গেল ও দোকান থাকা নগদ ৩৭ হাজার টাকা, মালামাল এবং দোকান পুড়ে ছাই হয়ে যায়। কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে জানতে চাইলে তিনি বলেন প্রায় ২ লক্ষ্য টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মাসুদ আরো জানান, আগুনের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন।

দোকানে পুড়ে ছাই হয়ে যাওয়ার সংবাদ পেয়ে স্থানীয় চেয়ারম্যান হোসেন আহমেদ রাজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দুঃখ প্রকাশ করেছেন।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিবেদক: শিমুল হাছান, ১১ জানুয়ারি ২০২৪

Share